শঙ্খ ঘোষকে নিয়ে শুভ চক্রবর্তীর প্রবন্ধ সংকলন।
‘একজন কবির কাছে কবিতা হল নিজেকে জানবার পথ, তাঁর আমি আর না-আমির মধ্যে একটা সম্পর্ক বুঝে নেবার পথ’—
শঙ্খ ঘোষ এই কথা মনে করতেন প্রতিদিনের জীবনে, তা না হলে তিনি কেমন করে বলতে পারলেন কবিতা কিংবা শিল্প তো তাঁরই জীবন। কীভাবে বুঝব আমরা সেই জীবনের সত্যকে?
কখনও কি তাঁর জীবনের সঙ্গে কবিতাকে একই বৃত্তে রেখে ‘আমি’কে স্পর্শ করতে পেরেছেন তিনি? শঙ্খ ঘোষের কবিতায় এইরকম টুকরো টুকরো ভিন্নতাকে সহজেই স্পর্শ করতে পারি আমরা তাঁর জীবনচর্যার অংশ করে? কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় শঙ্খ ঘোষ বিষয়ে কিছু টুকরো লেখা লিখেছি এইরকমই কিছু জিজ্ঞাসা নিয়ে।
এমন নয় যে সব লেখায় একইরকম সুর, বরং সুরের ভিন্নতা নিয়ে একইরকম জিজ্ঞাসা এসেছে এ-ও বলা যায় না। তবুও কোথাও একটা সামঞ্জস্য রয়েছে সেইসব লেখায়। তেমনই কিছু লেখা ধরা রইল এই বইয়ে।
Reviews
Clear filtersThere are no reviews yet.