কৌশিক চক্রবর্তীর উপন্যাস।
প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস
আমাদের অস্তিত্বের অপর পারে অপার শূন্যতা। এই থেকে যাওয়ার বিপরীতে আর কিছু নেই। মহাবিশ্বের ব্যাপ্তিতে আমাদের এই থেকে যাওয়া, কিংবা না-থাকাটুকুও তুচ্ছাতিতুচ্ছ ঘটনা মাত্র। সেই অর্থে আমাদের ঘিরে আছে এক চরম অর্থহীনতা। তার ভিতর থেকেও, জীবনের যে একটা অর্থ খুঁজে নিতে হয়, তা বস্তুত ‘অ্যাবসার্ড’, বেদনাময়। তথাপি এই থেকে যাওয়াটুকুর গুরুত্ব কমে না। আমাদের অস্তিত্বই আবহমান মানবিকতার সঙ্গে আমাদের বেঁধে রাখে। সিসিফাসের বোঝা বয়ে বেড়ানো এ-জীবনের ভিতর কোন উষ্ণতা আমরা খুঁজে ফিরি, তা সন্ধানেই কেটে যায় একটা গোটা জীবন। কখনও ওই অর্থহীনতা আমাদের আচ্ছন্ন করে। কেন্দ্রের উত্তাপ আর ক্ষমতার বিকিরণকে অস্বীকার করে পরিধির শান্ত সন্ধে খুঁজে নিতে সাধ হয়। কখনও আবার স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে আমরা পুনরাবিষ্কার করতে থাকি আমাদের অস্তিত্বকেই; তার পর্যাস ও নির্যাসকে। এই উপন্যাসের নায়কও সমস্ত অর্থহীনতার ভিতর দু-দণ্ড বসবার অবসর খুঁজে নিতে চায়। ফিরে দেখতে চায় নিজেকে, নিজের প্রতিবেশকে। এ-উপন্যাস পাঠককেও ফিরিয়ে নিয়ে যেতে চায় ব্যক্তিগত আত্মনুসন্ধানের দরজায়।
Reviews
Clear filtersThere are no reviews yet.