সুখবিলাসবাবু চাকরি থেকে অবসর নিয়েছেন। তাঁর স্ত্রী শর্মিলা সুখবিলাসবাবুর বাড়ির সামনের ল্যাম্পপোস্টে মাইকের চোঙা একবার প্রতিবাদ করেছিলেন। শব্দের অত্যাচারে বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন শর্মিলা দেবী। সুখবিলাসবাবু অসহায়।দেবী অনেকদিন যাবৎ পক্ষাঘাতে শয্যাশায়ী।
একমাত্র মেয়ে থাকে বিদেশে। স্থানীয় ‘হঠাৎ আনন্দ’ ক্লাব বিভিন্ন অনুষ্ঠানে বেঁধে তারস্বরে মাইক বাজায় অতিষ্ট হয়ে সুখবিলাসবাবু এর জন্য তাঁকে ফল ভুগতে হয়। প্রতিহিংসাপরায়ণ হয়ে ক্লাবের ছেলেরা একটার পরিবর্তে একাধিক মাইকের চোঙা দুর্গাপুজোর সময়ে সুখবিলাসবাবুর বাড়ির সামনের ল্যাম্পপোস্টের গায়ে লাগিয়ে দেয়। কোথাও অভিযোগ জানিয়ে কোনও লাভ হয় না। এমন সময় হঠাৎই একদিন রাত্রিবেলা বাড়ির সামনের পার্কে সুখবিলাসবাবুর সঙ্গে আলাপ হয় মধুসূদন ভট্টাচার্য নামে রহস্যময় একটি লোকের। তারপর কী ঘটল? কী করে জব্দ হল শব্দাসুর?
Reviews
Clear filtersThere are no reviews yet.