জীবনভর কত কিছুই না খুঁজে চলি আমরা। কেউ কেউ খুঁজে পায় অফিস, বাড়ির স্পর্শ। হাট বাজার, হৈ-হল্লার গন্ধ। সেসব ভীড়ের মধ্যে আরো ভীড় খোঁজে। আবার কেউ কেউ চেনা গন্ধের ঝাঁঝে পায় আশ্চর্য এক সুবাস। যে সুবাসের পাশ দিয়ে যেতে যেতে গল্প কথারা মেতে ওঠে, হারিয়ে যায় কোন অচিন পথে। সে পথ গিয়ে হয়ত মেশে চিড়িকচাঁদার মাঠে, যে মাঠ নীল সুখী আলোয় ভরে থাকে হামেশা। কিম্বা হয়ত সে পথের বাঁকেই সকল নিশ্চিন্তি।
আসলে এই নিশ্চিন্তি এক পরম চাওয়া, যা আমরা খুঁজে চলি জীবনভর, যার ভ্রুণ লুকিয়ে থাকে আমাদের দুখের রাতে, আমাদের সুখের আলোতে। আর ফুল হয়ে ফোটে ভালোবাসার। ব্রহ্মকমল যার নাম…
Reviews
Clear filtersThere are no reviews yet.