সমালোচনাও যে সাহিত্য, মেধা-মনন-পর্যবেক্ষণ-বিশ্লেষণে তা-ও যে মূল টেক্সটের পুষ্টিসাধন করে – এই ধারণা যেন ক্রমশ অপসৃয়মাণ। তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়া হয়তো কম নেই, কিন্তু সেখানে অধিকাংশ ক্ষেত্রেই থাকে না মননের বহুকৌণিক বিচ্ছুরণ। অথচ সেই তাৎক্ষণিকতার মোহে প্রকৃত সমালোচনা সাহিত্য ক্রমশ কোণঠাসা হয়ে ক্রমে প্রান্তিক। রুণা বন্দ্যোপাধ্যায় তাঁর কলমকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন সেই পারন্তিক স্টেশনেই। এবং বাংলা সাহিত্যের ঐতিহ্য থেকে আধুনিকতার অনুসারী হয়ে নিজের বিশ্লেষণে আবিষ্কার করে চলেছেন উজ্জ্বল রূপরেখা। যেমন তিনি খুঁজে দেখছেন সমরেশ বসুর সমগ্র সাহিত্যকে, তেমন রবীন্দ্র গুহকেও। তিলোত্তমা মজুমদারের উপন্যাসের পাশাপাশিই তাঁর সন্ধানী চোখ ফিরেছে মণি ভৌমিকের রচনায়। পাঠ ও পাঠসঞ্জাত সেই বিশ্লেষণ আমাদের স্থায়ী করে অন্য আলোর দেশে। যেখানে লেখক-পাঠক দুজনেই দাঁড়িয়ে থাকেন হাত-ধরাধরি করে। আখেরে যা লাভবান করে এ বইয়ের পাঠককেই।
প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস
Reviews
Clear filtersThere are no reviews yet.