Description
সে এক বিদ্রোহের দিন। সে ছিল এক আগুন-অক্ষর যাপনের দিন। লাল সূর্যের স্বপ্নে জেগে উঠেছিল লাল তরাই, ১৯৬৭ সালের ২৪-২৫ মে। দেশভাগ হয়ে গেছে তার অনেক আগে। ১৯৪৭-এর ১৪-১৫ আগস্ট ভারত এবং পাকিস্তান- এই দুটি স্বাধীন দেশের জন্ম হয়েছে একই ভূখণ্ডের অঙ্গচ্ছেদ করে। সেই বেদনা, দেশভাগের সেই অন্তলীন কষ্ট, দেশভাগ নিয়ে যাপনের যে নানাকেন্দ্রিক বিষাদ, তারই বিবিধ, অনুপুঙ্খ বিবরণ কিছু স্মৃতিনামার ভেতর দিয়ে শেষ করলেন এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকার কিন্নর রায়। তাঁর জন্ম দেশভাগের পর। কিন্তু পূর্বপুরুষ এবং পূর্বনারীরা অনেকেই ছিলেন অখণ্ড বঙ্গের পূর্বভাগের মানুষ। যদিও কিন্নর রায়ের জন্ম কলকাতায়। এবং তাঁর বাবা-অমরনাথ রায়ের জন্ম কলকাতাতেই। তবু দেশভাগের এই অন্তলীন বেদনা তাঁকে সারাজীবন ঘিরে রাখে, কষ্ট দেয়। তাড়িত করে। ১৯৬৭-র ২৪-২৫ মে নকশালবাড়ির যে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ, সেই বিদ্রোহে প্রত্যক্ষভাবে অংশ নেন কিন্নর রায়। তখন তিনি ছাত্র এবং তার ফলে রাষ্ট্রীয় নিপীড়নের নানা ফলক ও নানা ফলা তাঁর ওপর নির্মমভাবে নেমে আসে। জেল বাস, শারীরিক অত্যাচার, রাষ্ট্রের নিপীড়ন- সমস্ত কিছু পেরিয়ে সেই রক্তাক্ত সময়ের নিজস্ব দিনলিপি তিনি পেশ করেলেন তাঁর আপন ভাষায়। নকশালবাড়ির যে মানবমুক্তির রাজনীতি তা তাঁর কথায় বারবার উঠে এসেছে এইসব লেখায়। ব্যতিক্রমী এই লেখকের লেখায় মূর্ত হয়ে উঠেছে দেশভাগ এবং নকশালবাড়ির অন্যতর না জানা ইতিহাস।
Reviews
Clear filtersThere are no reviews yet.