জীবন আমাদের ভালবাসতে শেখায় ঠিক সমুদ্রের মত। শেখায় অহরহ মায়ায় জড়াতে। তবু সম্পর্কে আসে বিচ্ছেদ। জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষদের কেউ ফিরে আসে, কেউ বা ধুলো পথে মায়ার পদচিহ্ন রেখে | কোনওদিনই আর ফেরে না। প্রেম হোক বা বন্ধুত্ব, অপত্যের প্রতি টান | হোক বা জন্মদাতার প্রতি ভালবাসা, এ সবকিছু নিয়ে জারিত জীবন কখনও মসৃণ, কখনও বা কণ্টকাকীর্ণ। স্মৃতির ঝাঁপি খুলে বসলেই মায়াসক্ত হয়ে পড়ে মানুষ। ধুলোর পরত সরিয়ে ফেললে এক এক করে হাতছানি দেয়। ফেলে আসা পথ। দেশ, রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, সানন্দা ওয়েব, নবকল্লোল, কলকাতা পুরশ্রী, গল্প কুটির, অভিষিক্তা-র মত প্রথম- শ্রেণীর পত্র-পত্রিকায় প্রকাশিত এমনই নানা পটভূমিতে লিখিত বাছাই করা সতেরটি গল্পের সংকলন এই ‘ধুলো পথের মায়া”।
প্রেয়সীর প্রতি অনুরাগ হোক বা প্রাক্তনের প্রতি দুর্বলতা; মা-বাবার প্রতি কর্তব্য হোক কিংবা সন্তানের প্রতি অধিকার; জীবনসঙ্গীর প্রতি দায়বদ্ধতা হোক অথবা প্রিয় বন্ধুর প্রতি ঈর্ষা; প্রবহমান জীবন জুড়ে হতে থাকে সহস্র বাঁকবদল। সেইসব পথের বাঁকে কখনও থাকে ইচ্ছে পূরণের তৃপ্তি, কখনও আবার মন ভেঙে দেওয়া কঠোর বাস্তব। কখনও জীবন দেয় প্রাণখোলা আনন্দ, কখনও বা বিচ্ছেদের যন্ত্রণা। তবু জীবন থেমে থাকে না। নতুন উদ্যমে শুরু হয় পথচলা। আর আমাদের ফেলে আসা পথে ভোরের শিশিরকণার মত লেগে থাকে বিন্দু বিন্দু মায়া। এমনই ভিন্ন স্বাদের সতেরটি গল্প নিয়ে পরিবেশিত হয়েছে গল্প সংকলন ‘ধুলো পথের মায়া’, যা আবিষ্ট করবে সকলকেই।
Reviews
Clear filtersThere are no reviews yet.