Description
অবাসী বাঙালিদের কাহিনি দুই নারী, হাতে তরবারি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিরা আমেরিকার মুক্ত সমাজে কোন জীবন কাটাচ্ছে, তারই কয়েক ঝলক ছবি এই উপন্যাসে প্রকাশিত। নানা চরিত্রের মধ্যে প্রধান হয়ে উঠেছে দুইজন নারী- কুহু ও উষসী। কুহু তেজস্বিনী নেয়ে স্বামী প্রদীপের সঙ্গে সে নিউ জার্সিতে থাকে। তাদের যমজ ছেলেনেয়ে। উয়সী মেয়েটি অসাধারণ রূপসী, পশ্চিমবঙ্গে সে ছিল উদীয়মান নৃত্যশিল্পী। যাদবপুরের কৃতী ইঞ্জিনিয়ার, বর্তমানে আমেরিকায় কর্মরত রণজয়ের সঙ্গে বিয়ে হওয়ায় উয়সী দেশ ছাড়ে। অত্যন্ত স্বচ্ছল রণজয় অ্যালকোহলিক। বিয়ের এত বছর পরেও তারা নিঃসন্তান। নিউ জার্সিতে সুন্দরী উষসী একটি স্থানীয় বাঙালি ক্লাবের সেক্রেটারি। একদিন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিউ জার্সিতে এলে তাঁকে নিমন্ত্রণ জানায় ঊষসীরা। রাতের পার্টিতে কুহু কড নাছের তরকারিতে নুন বেশি হয়েছে বললে খুব অপমানিত বোধ করে উষসী। নিঃসঙ্গ উচ্চসী এরপর খুঁজে নেয় প্রতিশোধের অদ্ভুত উপায়। কুহুর স্বানী প্রদীপকে সে তার যৌবন দিয়ে প্ররোচিত করতে শুরু করে। ফাদে পড়ে প্রদীপ। ক্ষুব্ধ কুহু প্রদীপকে ছেড়ে শুরু করে স্বাধীন জীবনযাপন। আর এই জটিল সময়েই ধরা পড়ে প্রদীপের ব্রেন টিউনার। এরপর আবার মুখোমুখি হয় বদলে যাওয়া দুই নারী। সুনীল গঙ্গোপাধ্যায়ের এবারের উপন্যাসে নারী আরও আধুনিক এবং আরও রহস্যনয়।
Reviews
Clear filtersThere are no reviews yet.