Description
অরেব্বাস এ তো জব্বর কাহিনি। এসব কিছুই জানতাম না গুরু। শুধু ওই চটি বইই পড়েছি। আর আমার দুর্ভাগ্য। তোদেরও দুর্ভাগ্য এতকাল হয়ে গেল নিজেদের ইতিহাসটা ঠিকঠাক জানতে পারলি না। আসলে দোষ তোদের নয়, ব্যাটা ফিরিঙ্গিগুলো নিজেদের সুবিধামতো ইতিহাস তৈরি করে গেছে এখানে, আর সেগুলোই এখনও চিবিয়ে মরছিস তোরা। যাক গে যাক আজ অনেক বকেছি। এবার কাজের কথা শোন। যে কারনে আমার আসা। বাংলায় সব আছে বাপ। ডাক্তার, মোক্তার, জোতদার, শুধু একটা ভাল বিদূষক নেই। বড্ড অভাব। খুব দরকার। তাই এলুম তোর কাছে। তোর হবে, লেগে যা। ঐতিহ্যটা নষ্ট করিসনি।
Reviews
Clear filtersThere are no reviews yet.