এই সময়ে যাঁরা বাংলা কবিতা লিখছেন, তাঁদের মধ্যে সৌভিক বন্দ্যোপাধ্যায় অন্যতম। সৌভিকের কাব্যভাষা স্বকীয় ও স্বতন্ত্র— নাগরিক বিষণ্নতা, সমাজসচেতনতা, মাঝে মাঝে কালো ঠাট্টা বা শ্লেষ, নস্টালজিয়া, নিসর্গরহস্য, প্রেম-অপ্রেম তাঁর কবিতায় নানাভাবে ফিরে ফিরে আসে। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা, একটি যৌথ সংকলন-সহ, বারো। কবিতার জন্যে ভাষানগর-মল্লিকা সেনগুপ্ত পুরস্কার, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার-সহ পেয়েছেন আরও একাধিক পুরস্কার ও স্বীকৃতি। গদ্যকার হিসেবেও উজ্জ্বল, এখনও পর্যন্ত প্রকাশিত গদ্যের বইয়ের সংখ্যা তিন।
সৌভিকের কবিতাসমগ্র ১-এ নিচের কবিতা সংকলগুলি থেকে কবিতা বেছে নেওয়া হয়েছে। এছাড়াও আছে এ ছাড়াও রয়েছে বেশ কিছু অগ্রন্থিত ও অপ্রকাশিত কবিতা।
১। আমরা অনেক কিছু ভুল জানি, প্রতিভাস, ২০০৯
২। প্রিয় ২৫, শব্দহরিণ, ২০১২
৩। শূন্য রঙের মানুষ, সিগনেট (আনন্দ), ২০১৩
৪। শূন্যের পাঁচ, কৃতি/কারিগর, ২০১৪
৫। উইন্ডো সিট্ থেকে, ধানসিঁড়ি, ২০১৫
৬। অলিভ পার্কের দিনগুলো, কলিকাতা লেটারপ্রেস, ২০১৭
৭। দুঃখী বাঘের থাবা আঁকা, ইতিকথা, ২০১৮
৮। তৈরি হচ্ছে শুঁয়োপোকা, কলিকাতা লেটারপ্রেস, ২০১৮
৯। এখানে রবীন্দ্রনাথ থাকেন, কলিকাতা লেটারপ্রেস, ২০২০
১০। প্রকৃতি চৌহানের চিঠি, ৯নং সাহিত্যপাড়া লেন, ২০২০
১১। সাগরিকা হোটেলে ভুল নাম, ইতিকথা, ২০২১
১২। সব ছবি লেন্সে ওঠে না, কাগজের ঠোঙা, ২০২১
Reviews
Clear filtersThere are no reviews yet.