Description
একশো বছরের গোয়েন্দা কাহিনী সংকলন যেমন গোয়েন্দা আর গোয়েন্দা’, ‘নির্বাচিত ভূতের গল্প’ ও তেননি একশো বছর থেকে বাছাই করা গা—হুনহুন করা এক আশ্চর্য ভৌতিক সম্ভার। এবার পাঠকসাধারণের হাতে তুলে ধরা হচ্ছে তৃতীয় যে সংকলনটি, তার নান ‘নির্বাচিত রহস্য রোমাঞ্চ। এটির অভিনবত্ব হচ্ছে। এই যে, ভূত এবং গোয়েন্দার কাছাকাছি থাকা সত্ত্বেও সম্পূর্ণ পৃথক আরেক জগতের চেহারা ও চরিত্র নিয়ে এর প্রস্তুতি। এককথায় এবং সহজ করে যাকে বলা যেতে পারে অপরাধ জগতের কাহিনী। মানুষ প্রয়োজনের তাগিদে অপরাধ করে এবং যুগে যুগে সামাজিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে অপরাধের প্রকৃতির অদলবদল ঘটতে থাকে স্বাভাবিক নিয়মেই। সেই পরিবর্তনশীল পরিস্থিতির বিস্তার এতই ব্যাপক যে একটিমাত্র গ্রন্থে তার পরিপূর্ণ রূপদানের চিন্তা অবাস্তয় ছাড়া আর কিছুই নয়। তাই ভগ্নাংশ পরিমাণ নিয়েই আনাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে পরিমাণ যত ভগ্নাংশই হোক না কেন, তারই মধ্যে আমরা পাচ্ছি। বিন্দুতে সিন্ধুর নত বিচিত্র এমন এক স্বাদ যা থেকে পৃথিবী নামে এই বিরাট ভূখণ্ডের সমগ্র অন্ধকার রূপটিই আনাদের সামনে স্পষ্ট আলোকরেখার মত উদ্ভাসিত হয়ে ওঠে প্রকটভাবে। যড়রিপুর তাড়নায় অন্ধকারের সিজি বেয়ে মানুষের যে কুটিল পরিক্রমা চলেছে যুগ যুগ ধরে এবং সৃষ্টির শেষ দিনটি পর্যন্ত যার গতি অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস, তারই টুকরো টুকরো বহু চিত্র আনরা পাই প্রাচীন শিলালিপিতে, অর্বাচীন ইতিহাসের পাতায়, এ যুগের সাহিত্যের গল্পকল্পে। আনাদের এবারকার এই গ্রন্থনা একশো বছরের সেই সাহিত্যকা থেকে থেকে বার করে আনা এমন—কিছু কাহিনীর একত্রীকরণ যা অনাস্বাদিতপূর্ব ও অচিন্ত্যনীয়। এই বহুবিচিত্রের সনাহারকে পুষ্ট করেছেন যারা তারা হলেন বাংলা সাহিত্যের সেই চিনেনস্য ত্রৈলোক্যনাথ, শ্যাংচন্দ্র, পরশুরান, তারাশঙ্কর-বিভূতিভূষণ-শরদিন্দু- মানিক বন্দোপাধ্যায় থেকে শুরু করে প্রেমেন্দ্র নিত্র, প্রবোধ সান্যাল, সুবোধ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এর পরও আছেন সত্যজিৎ রায়, বিমল কর, মাপদ চৌধুরী, সমরেশ বসুর মত এযুগের দিকপাল লেখকরা। সুনীল গঙ্গোপাड্যায়, নাতি নন্দী, সমরেশ মজুমদার প্রমুখ আরো অনেক-অনেক বিশিষ্ট ও জনপ্রিয় হোমক তো আছেনই। অপরাধ বন্দর নিয়ে এইসব দেখবো কজন নিঃসৃত বিশেষ স্বাদের এই গল্পগুি বাংলা সাহিত্যের চিত্রসম্পদ। সেই সম্পদ একত্রীকরণ করে রহস্যপিপাসু কৌতূহলী থাকে বরণের হাতে তুলে দিতে পারার জন্যে মানেনা আজ বিশেষভাবে গর্ববোধ করছি। জীর্ণ কাটাষ্ট সংগ্রহশালা থেকে অধুনালুপ্ত ও বিস্তৃত সে-যুগের লেখক ও কোলা এবং এ-নদের অসংখ্য লেখকের বিশাল রচনাসভার থেকে। ব্যতিক্রমধর্মী গল্পের বহু আয়াস সাপেক্ষ সন্ধান করে বিপুলায়ন এই গ্রহটির দুরূহ সম্পাদনা করে তিনি নে সহযোনানা বিবদন্তী প্রায় একটি পত্রিকার অর্ধশতাব্দীকালের পরিচিত সম্পাদক শ্রীমণ্ডিত চলো পয্যায়। পারিবারিক সূত্রে দাশৈশব সাহিত্য-পরিবেশে লালিত তিনি তার এই গ্রন্থ সম্পাদনায় যেনন রহস্য রোমাঞ্চের বৈচিত্র্যের দিকটাকেই প্রধান মনে করেছেন, তেমনি নজর রেখেছেন তার সাহিত্যনুলোর দিকেও। ফলে ‘নির্বাচিত রহস্য রোমাঞ্চ’ সবরকম পাঠককেই টানটান খুশি করতে পারবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। লেখক ও লেখার যথার্থ ধারাবাহিকতায়, সাহিত্যের ক্রন-বিবর্তনের সুনিপুণ পরিচয়ে শতাব্দীকালের এই গল্প সঞ্চয়নে যে সার্বজনীন আবেদন স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে তা যেমন স্বতন্ত্র তেমনি সার্থক। সাম্প্রতিককালে ঠিক এই ধরনের একটি বৈচিত্র্যময় পূর্ণাঙ্গ সংকলনের খুবই অভাব ছিল এদেশে। সম্পাদক শ্রীরঞ্জিত চট্টোপাধ্যায় সেই অভাব পূরণ করার বাংলার পাঠকসাধারণের কাছে নিঃসন্দেহে ধন্যবাদার্হ হলেন। শুধু পড়া নয়, উপহারের পক্ষে এবং ব্যক্তিগত সংরক্ষণের দিক থেকেও নির্বাচিত রহস্য রোমাঞ্চ” এক অনন্য, অনবদ্য ও অপরিহার্য গ্রন্থ হিসেবে সমাদৃত হবার যোগ্য।
Reviews
Clear filtersThere are no reviews yet.