‘অন্য মেয়ে’ অমিতাভ মজুমদারের প্রথম উপন্যাস। এর আগে তাঁর ছোটগল্প প্রকাশিত হয়েছে সমাদৃত পত্রিকায়। আর উপন্যাসের জন্য কলম ধরে তিনি বেছে নিয়েছেন ভাবনার অন্য জগত। যেখানে একজন নারীকে চিনে নেওয়া সম্ভব পরিচিত ধারনা, প্রেম-বিবাহ-যৌনতার বাইরে। অথচ এটাই নাকি সেই চেনা তবু বারবার হাতছানি দেওয়া ফাঁদ, যা যে কোনও সুস্থ সম্পর্ককে ঘর্মাক্ত শরীরী পরিসরে টেনে আনে। আর তারপর হারিয়ে ফেলে জ্যোৎস্না। তখন, কেবলই তিক্ততা। কেবলই বিষ। আর তা ধারণ করেই জেগে থাকে নীলকণ্ঠ জীবন। লেখক তাঁর উপন্যাসের মূল চরিত্রকে টেনে আনেন এর ভিতরে। জীবনের জটিল আবর্তে, সম্পর্কের গায়ে হাত রেখে, প্রত্যাশা আর না-পাওয়ার ভিতর আবর্তিত হতে হতে একদিন সে উপলব্ধি করে নারীর সৌন্দর্যকে, যা যৌনতায় সীমাবদ্ধ নয়। বরং নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম-বিয়ে-যৌনতা — এই চরম পরাধীনতার বাইরে বেরিয়েই খুঁজে পায় নারীর অপরূপ সত্তাকে। ‘অন্য মেয়ে’ এই উপলব্ধিরই আখ্যান, প্রকাশিত হল সৃষ্টিসুখ প্রিন্ট থেকে।
প্রচ্ছদঃ পার্থ মুখোপাধ্যায়
Reviews
Clear filtersThere are no reviews yet.