OUR ADDRESS
Kolkata
Shyama Charan Dey St,
College Street, Kolkata,
West Bengal 700073
College Street, Kolkata,
West Bengal 700073
Email: hello@matribhasa.com
Phone: +91 9658986525
CONTACT US
Got a question or need a hand with anything on our website? Just reach out to our friendly support team!
Riju Ganguly (verified owner) –
উত্তরবঙ্গের এক ছোট্ট রেসর্ট তৈরি হওয়ার কাজকর্ম দেখার জন্য সেখানে এল শহরের যুবক জয় মুখার্জি। শান্ত, ভদ্র, ঈষৎ মুখচোরা মানুষটি কবিও বটে; তবে তার সেই পরিচয় সবাই জানে না। অরণ্য, পাহাড়, নদী, আর স্থানীয় মানুষজন— এই পরিবেশে একটু-একটু করে, ভালো-মন্দ মিলিয়ে মিশে যেতে থাকল সে। তবে তার মধ্যেও তাকে পীড়া দিত নাগরিকের একাকিত্ব। কখনও বা বন্ধুত্বের নানা ওঠা-পড়ার স্পর্শ তাকে বুঝিয়ে দিত, এই জীবনের বাইরেও রয়ে গেছে তার অন্য একটা পরিচয়, অন্য অস্তিত্ব।
এই পটভূমিতেই তার সঙ্গে দেখা হয়ে গেল ত্রিপর্ণা’র। আর তারপর…
তারপর?
প্রেম, অপ্রেম, সঙ্গ, বিচ্ছেদ— এমন নানা রঙে, খুব নরম-অনুচ্চ ভঙ্গিতে লেখা হয়েছে এই কাহিনিটি।
বুদ্ধদেব গুহ’র উদ্দেশে উৎসর্গীকৃত এই উপন্যাস। তবে পুরুষালি বারুদ বা তামাকের গন্ধ নয়, বরং বনজ্যোৎস্নার রহস্যময় আভা ছড়িয়ে আছে এতে। শুরু থেকে শেষ অবধি তাতে সঙ্গত করেছে একের পর এক কবিতা। পটভূমি হয়ে থেকেছে গজল। অনেক তিক্ততা আর ভুলের পাহাড়ের মধ্যেও নীরবে সবুজের বিস্তার ঘটিয়েছে হৃদয়ের গাম্ভীর্য।
যাঁরা প্রকৃতি আর মানুষের গল্প পড়তে চান, তাঁদের পক্ষে একেবারে আদর্শ লেখা এটি। হয়তো এটি পড়ার পরেও ক্ষোভ থেকে যাবে পাঠকের মনে। কেন অমুকটা হল না? কেন তমুকের এমন হল? কিন্তু বুদ্ধদেব গুহ নিজে এই কাহিনি শুনলে হয়তো হেসে বলতেন, হলুদ বসন্তের শেষটা যে এমনই হয়।
বইটির ছাপা পরিষ্কার ও শুদ্ধ। প্রচ্ছদ ও অলংকরণ রুচিশীল এবং শোভন।
রহস্য, রোমাঞ্চ, শিহরন-জাগানিয়া লেখাপত্তর— এ-সবের বাইরে, হাসি আর কান্না দিয়ে ভরা আমাদের নিতান্ত সহজ দিনরাত্রির কথা পড়তে চাইলে এই লেখাটিকে আপন করে নিতেই পারেন। আমার দৃঢ় বিশ্বাস, হতাশ হবেন না।