সঞ্জীব দাস একজন,প্রকৃতিপ্রেমী, বিজ্ঞানমনস্ক এবং সমাজ সচেতন। কোন বিষয়কে ওপর ওপর দেখে আবেগে ভেসে যাওয়া তার স্বভাব বিরুদ্ধ, বরং গভীরে ঢুকে সবটুকু রসাস্বাদনের পাশাপাশি নতুন ভাবে দেখা আর জানার চেষ্টা জারি থাকে সকল কাজের মধ্যে। তাই বোধহয় সূর্যোদয় এবং সূর্যাস্তের আকাশের রঙের পার্থক্য দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি কারণ অনুসন্ধানে উৎসাহী হয়ে ওঠে সে। আর এসব অভিজ্ঞতা উঠে আসে তার লেখায়, ছাপ ফেলে ছবিতে।
ফটোগ্রাফিতে আগ্রহ ছোটোবেলা থেকে। ইতিমধ্যে দেশ-বিদেশের অসংখ্য ফটোগ্রাফি ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছে। এসেছে অসংখ্য পুরস্কার। বাংলা ভাষায় প্রতিনিধি স্থানীয় অসংখ্য ভ্রমণ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার ভ্রমণ অভিজ্ঞতা। সেসব লেখা দীক্ষিত পাঠকের প্রশংসা ধন্য যেমন হয়েছে, স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠাও দিয়েছে।
‘পশ্চিম সিকিম এক অচিন দেশ’ সঞ্জীবের প্রথম বই। পরিচিত বিষয় নিয়ে লেখার ঝুঁকি থাকে। সঞ্জীব সেই ঝুঁকি দক্ষ সৈনিকের মতো সামলেছে। প্রায় ছ’বছর ধরে পশ্চিম সিকিমের পথে পথে ঘুরে এই বইয়ের রসদ সংগ্রহ করেছে, ছবি তুলেছে। এই বইতে ছবি কেবল লেখার পরিপূরক নয়, স্বতন্ত্র। পাঠকের কাছে এ বই এক নতুন দিগন্তের সন্ধান দেবে।
কৃষ্ণেন্দু পালিত
Reviews
Clear filtersThere are no reviews yet.