Description
অপহৃত রাজ্যের অর্থমন্ত্রীর ছেলে প্রকাশ দাস, তাঁর তিন বন্ধু-সহ। এদিকে আর চব্বিশ ঘণ্টা পরেই প্রকাশ দাসের গায়ে হলুদ। সামনেই বিধানসভা ভোট। হাই-অ্যালার্ট… এক গোপন অভিযান-যে করে হোক তাঁর ছেলেকে গায়ে হলুদের আগে খুঁজে আনতে হবে। কেসের দায়িত্বে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদোষ চ্যাটার্জির ও তাঁর দুই সহকারী অফিসার প্রান্তিক সরখেল ও শিবানী রুদ্র।
সময় কমতে থাকে, সঙ্গে তদন্তের পন্থাও। ঘণ্টায় ঘণ্টায় লালবাজারের ইন্টারকমগুলোর লালবাতি জ্বলতে থাকে। শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে রেড রেস। সাত বছর আগে গ্রেফতার হওয়া এক নৃশংস ক্রিমিন্যাল- ‘লাল আদিল’। লাল আদিল কি আদৌ সাহায্য করবে এমন এক অফিসারকে যিনি তাকেই গ্রেফতার করেছিল?
যদি কখনও এমন বিপদের সম্মুখিন হই, যার থেকে ফিরে যাওয়ার উপায় নেই, তখনই বোধ হয় আমরা আমাদের সেরা যুদ্ধটা লড়ি। সেই যুদ্ধ যতটা শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক ও আত্মিক।
যদিও এই উপন্যাসখানা একখানা থ্রিলার, তবুও এর পরতে পরতে রয়েছে জীবনের গল্প। যেখানে কিছু ভাঙাচোরা মানুষ আবার করে বাঁচতে চায়, কিছু ভালো মানুষ সব জেনেও কিছু করে উঠতে পারে না, কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থের জন্য সমাজের বৃহত্তর ক্ষতি করতেও পিছপা হন না, কিছু ধৃতরাষ্ট্র পিতা- সব মিলিয়েই এই উপন্যাস। পাঠকের এই উপন্যাস পড়তে পড়তে যদি একবারের জন্যও ‘ভালো’ মানুষগুলোর ওপরে রাগ উগরে আসে, আর ‘খারাপ’ মানুষগুলোর জন্য বুকের বাঁ-পাশটা চিনচিন করে ওঠে, তাহলে এই উপন্যাস লেখা সার্থক।
Reviews
Clear filtersThere are no reviews yet.