Description
সে এক ‘আশ্চর্য!’ সময়। তরুণ অদ্রীশ বর্ধন ছয়ের দশকের শুরুতে প্রকাশ করছেন বাংলার প্রথম সায়েন্স ফিকশন পত্রিকা। সাথে পেয়েছেন প্রেমেন্দ্র মিত্র আর সত্যজিৎ রায়ের মতো সাহিত্যিক ও ব্যক্তিত্বদের। তৈরি হচ্ছে বাংলা কল্পবিজ্ঞানের ভিত, উঠে আসছেন একের পর এক নতুন লেখক অনুবাদ ও মৌলিক গল্প নিয়ে। এর মধ্যেই প্রেমেন্দ্র মিত্র পরামর্শ দিলেন, কল্পবিজ্ঞানকে জনপ্রিয় করার জন্যে বেতারনাটিকার সম্প্রচার করা হোক। ১৯৬৫ সালে প্রচারিত হল ‘মহাকাশযাত্রী বাঙালি’। লিখলেন ও কণ্ঠ দিলেন অদ্রীশ বর্ধন, প্রেমেন্দ্র মিত্র ও দিলীপ রায়চৌধুরী। পরের বছর আবার লেখা হল নতুন বারোয়ারি গল্প ‘সবুজ মানুষ’। আগের তিনজনের সঙ্গে যোগ দিলেন সত্যজিৎ রায়। আকাশবাণী থেকে প্রচারিত নাটিকা দুটি অত্যন্ত জনপ্রিয় হল। ‘বেতার জগৎ’ প্রকাশ করল ‘সবুজ মানুষ’ গল্পটি। আটের দশকে নতুন করে আবার সম্প্রচারিত হয়েছিল গল্পটি। নাট্যরূপ দিয়েছিলেন অদ্রীশ স্বয়ং। এরপর ফ্যানট্যাস্টিক পাবলিকেশন থেকে তিনি বের করেন ‘সবুজ মানুষ’ নামের সংকলনটি। যদিও বইটিতে বারোয়ারি ‘সবুজ মানুষ’ ছাড়া বাকি গল্পগুলি বিভিন্ন সময়ের ‘আশ্চর্য!’ ও ‘ফ্যানট্যাসটিক’ পত্রিকা থেকেই নেওয়া, এবং সেগুলির সঙ্গে সবুজ মানুষের তেমন কোনও সম্পর্ক ছিল না।
Reviews
Clear filtersThere are no reviews yet.