“যদি এমন হত!
এমন মানে কেমন? এমন মানে অনেক কিছুই হতে পারে। বা হতে পারত।
ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি অক্ষশক্তি জিতে যেত! অথবা সিপাহি বিদ্রোহ দমনে ইংরেজরা যদি ব্যর্থ হত! কিংবা ধরুন, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধি যদি আততায়ীর হাতে নিহত না হতেন!
তাহলে কী হত? টাইমলাইন কি বদলে যেত?
হয়ত যেত। সময়নদীর বাঁক বদলে গিয়ে নতুন এক জিও-পলিটিক্যাল কাহিনি তৈরি হত।
যাব্বাবা! তাহলে এই ‘টাইমলাইন বেন্ডার’ ঘটনা কি স্রেফ গল্পের গোরু গাছে তুলে দেওয়া?
উঁহু উঁহু, একেবারেই নয়। কোলরিজ সাহেব তো সেই কোনকালেই ‘উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ’-এর কথা বলে গিয়েছিলেন। পাঠের বিনোদনটুকু নেওয়ার জন্য বাস্তবের বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলটুকু মুলতুবি রাখতে হয়।
‘যদি এমন হত’-এর মতো টাইমলাইন বেন্ড করানো কাহিনি আসলে এক বিকল্প ইতিহাস তৈরি করে। আর বিকল্প ইতিহাস বা অল্টারনেট হিস্ট্রি তো আসলে কল্পবিজ্ঞানের বিশেষ একটি সাব-জঁনরা, যা এই বিশ্বে কাল্পনিক মনে হলেও অন্য কোনো সমান্তরাল বিশ্বে হয়তো সত্য!
‘যদি এমন হত’ কাহিনিরা আসলে সমান্তরাল বিশ্বে যে মিথ্যে নয়, তা একমাত্র লেখকই বলতে পারেন, কারণ রবিঠাকুরই তো বলে গেছেন— ‘সেই সত্য যা রচিবে তুমি/ ঘটে যা তা সব সত্য নহে।’”
Reviews
Clear filtersThere are no reviews yet.