Description
১৯৩০ দশকের লন্ডনবাসীদের নাড়িয়ে দিয়ে গেছিল একই দিনে ঘটে যাওয়া ২টো অস্বাভাবিক খুন। এমনভাবে খুন দুটো হয়েছিল, যাতে খুনিকে যে কেবল অদৃশ্য মনে হয়েছে তা-ই নয়, যেন খুন করার পর সে বাতাসে মিলিয়ে গেছে।
এক সন্ধ্যায় ডক্টর চার্লস গ্রিমাডের সঙ্গে দেখা করতে আসে এক রহস্যময় ব্যক্তি যে কিনা নিজের মুক ঢেকে রেখেছিল এক অদ্ভুতদর্শন মুখোশে। এই রহস্যজনক ব্যক্তিকে সকলে ডঃ গ্রিমাডের রুমে ঢুকতে দেখলেও বেরোতে দেখেনি কেউ। ডঃ গ্রিমাডের চিৎকার শুনে সকলে রুমের দরজা খুলে দেখে রুম একেবারে ফাঁকা আর মেঝেতে পড়ে রয়েছে ডঃ গ্রিমাডের রক্তাক্ত দেহ।
অন্যদিকে ক্যাগলিওস্ত্রো স্ট্রিটে খুন হলেন রহস্যময় জাদুক্র পিয়ের ফ্লে। মৃতদেহের পাশেই পাওয়া গেছে বন্দুক কিন্তু রহস্যজনকভাবে খুনির কোনরকম পায়ের ছাপ পাওয়া যায়নি বরফে ঢাকা রাস্তায়। প্রত্যক্ষদরশীরা গুলির শব্দ ও ফ্লে-কে লুটিয়ে পড়তে দেখলেও খুনিকে নাকি দেখতে পাননি কেউই।
ইনভেস্টিগেশনে নামলেন ডঃ ফেল।
Reviews
Clear filtersThere are no reviews yet.