Short Stories

থাট্টী এম এল – অভীক সরকার

টাকাপয়সার দিক থেকে ভারী টাইট চলছে বলে আজকাল বারে যাওয়াই হয় না। আজ হঠাৎ করে আনকা কিছু টাকা হাতে আসায় গেসলুম গোরাবাজারের ওয়ার্ল্ড ফেমাস ডেবোনেয়ার বার-এ। ওখানে ভারী সস্তায় রাম পাওয়া যায়। আমিও দু পেগ ওল্ড মঙ্ক কোক দিয়ে মেরে বেশ রইসি মেজাজ ফীল কচ্চি, এমন সময় দেখি বার-এর টিভিতে এই গান।

লোকজন তো মার হাব্বা করে উঠল মশাই। চারিদিকে প্রশংসার ঢেউতে কান পাতা দায়। প্রায় প্রতি টেবিল থেকেই ফের এক রাউন্ড করে অর্ডার রিপিট হল৷ আমিও লজ্জা ঘেন্নার মাথা খেয়ে আরেকটা থাট্টী এম এল বলে দিলুম। তারপর স্ক্রিনের দিকে চাইতেই প্রথম যে কথাটা মাথায় এলো সেটা হচ্ছে, ওরেসসালা, লোকটার মাথায় কত্ত চুল!

তারপর নিজের প্রায় ন্যাড়া মাথায় হাত বুলিয়ে হৃদয়ঙ্গম করলাম যে, প্রতিটি দৃশ্যকাব্যে যার যেটা দেখার সেটাই দেখে, যার যেটা শোনার সেটাই শোনে। কোনও বিনয়, শীল, আইডিওলজি, ইডিওলজি, শাস্ত্রের অনুশাসন, পার্টিলাইনের বন্ধন, কিছুই তাকে আটকে রাখতে পারে না। এ মশাই হিউম্যান সাইকোলজি, ভবী বললেই চলে। সে কিছুই ভোলে না।


বিঃদ্রঃ এটা কোন গান বলুন তো? বলতে পারলে আমার পক্ষ থেকে এক পেগ ওল্ড মঙ্ক। প্রমিস।

One thought on “থাট্টী এম এল – অভীক সরকার

  1. MD Rizwan Parvez says:

    নমস্কার লেখক মহাশয়,
    সুপ্রভাত।গল্পে উক্ত গানটি হল “accha sila diya tune mere pyar ka”।গানটি”Bewafa Sanam” movie-র। নায়ক হলেন krishan kumar এবং নায়িকা Shilpa Shirodkar।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *